দেবীদ্বার উপজেলা প্রতিনিধি: ২১আগস্ট কুমিল্লা জেলায় গোমতী নদীর ভাঙনে দেবীদ্বার উপজেলার ৫ ইউনিউন বন্যায় প্লাবিত হয়ে যায়।সেদিন থেকেই দেবীদ্বার উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী আ.আহাদ বন্যার্থ বানবাসিদের পাশে আছেন
পানিবন্দি প্রতিটি এলাকার জন্য প্রতিদিন শুকনো খাবার তথা মুড়ি-চিড়া,ঔষধ,স্যালাইন,বিস্কুট,বিশুদ্ধ পানি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করছেন।উপজেলার প্লাবিত এলাকায় পানি উপেক্ষা করে প্রতিদিন তাদের হাজারো মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করছেন।প্লাবিত এলাকার সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা বলেন,গোমতির ভাঙ্গনে আমরা যখন প্লাবিত হয়ে যাই তখন মডেল মসজিদের ইমাম সাহেব আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন ও প্রতিদিন খোজ খবর নেন।
ফতেহাবাদ,হেতিমপুর,ঘোষঘর জিন্নাতপুর,ঋষিপাড়া,আবদুল্লাহপুর, জীবনপুর,সাইচাপাড়া সহ বিভিন্ন প্লাবিত এলাকায় খোজ নিয়ে জানা যায় মডেল মসজিদের ইমাম প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করছেন।মোকামবাড়ী আশ্রয় কেন্দ্রের একজন বাসিন্দা বলেন, বন্যার শুরু থেকেই ইমাম সাহেব আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।আমাদের জন্য খাবার ও পানি এবং প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করছেন।তিনি আমাদের সমাজের জন্য অনুকরনীয় একজন ইমাম হিসাবে থাকবেন।এ ব্যাপারে ইমাম সাহেবের সাথে কথা বলতে চাইলে, তিনি বলেন,বন্যার শুরু থেকেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে থেকে কাজ করছি।যখন যেখানে খাবারের প্রয়োজন হয় নিজ হাতে সেখানে খাবার ও পানি নিয়ে যাচ্ছি।মডেল মসজিদের ইমাম হিসাবে এটাই আমার কর্তব্য।