এনামুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট কথাসাহিত্যিক মিহির সেনগুপ্তের স্মরণে “অমর কথাসাহিত্যিক মিহির সেনগুপ্তের কথাসাহিত্যে দক্ষিণবঙ্গের জীবন ও সমাজ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ই মার্চ) বিকেল ৩ টায় জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, মুখ্য আলোচক ছিলেন লেখক ও বীর মুক্তিযোদ্ধা সুদীপ্তা ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মিহির সেনগুপ্তের বই পড়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, মিহির সেনগুপ্তের লেখায় দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের সামাজিক জীবনের প্রতিফলন ঘটেছে। মিহির সেনগুপ্তের সমৃদ্ধ লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্ম সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারের মুখ্য আলোচক (মিহির সেনগুপ্তের শালিকা) সুদীপ্তা ঘোষ তার বক্তব্যে কথাসাহিত্যিক সেনগুপ্তের জীবনের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মিহির সেনগুপ্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন। তাদের এক পারিবারিক আয়োজনের একটি বিষয় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, একবার পারিবারিক কোনো আয়োজনে রান্নার প্রয়োজন হলে মিহির সেনগুপ্ত বলেন “রান্না করবেন খলীল ঠাকুর” অর্থ্যাৎ খলিল ছিলেন একজন মুসলিম। এর মধ্য দিয়ে তার জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এসময় তিনি কথাসাহিত্যিকের দেশপ্রেমের নানা বিষয় তুলে ধরেন এবং মিহির সেনগুপ্তের বর্ণাঢ্য জীবনের নানা ঘটনা প্রবাহ উপস্থাপন করেন।
উল্লেখ্য, বৃহত্তর বরিশালের অর্থে দক্ষিণবঙ্গের জীবন ও সমাজের অকৃত্রিম দরদী এই লেখকের জন্ম হয়েছিলো এই দক্ষিণবঙ্গেই বর্তমান ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন কেওড়া গ্রামে ১ লা সেপ্টেম্বর ১৯৪৭ সালে। তিনি জীবনের চারভাগের তিনভাগ কাটিয়েছেন পশ্চিমবঙ্গে। কিন্তু তাঁর লেখালেখি থেকে কারো ভাবার উপায় নেই যে তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। তাঁর লেখালেখি জুড়ে গভীরভাবে প্রতিফলিত হয়েছে দক্ষিণবঙ্গের মানুষের জীবন ও সমাজ।
ইংরেজি বিভাগের প্রভাষক প্রজ্ঞা ফারমিতা বোসের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুমনা গুপ্তা, বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ সাকিবুল হাসান সহ প্রমুখ।
এস.আই/