এনামুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের আয়োজনে ‘ বাঙ্গালির জাতিসত্তা ও আত্মপরিচয় নির্মাণ : একটি ঐতিহাসিক অনুসন্ধান ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শ্রেণিকক্ষে (১৬০৪) সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন জনাব সুরাইয়া সুরাইয়া আক্তার চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রধান প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রদীপ কুমার দাস প্রাক্তন বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত৷
এসময় প্রবন্ধকার তার বক্তব্যে ‘ বাঙ্গালির জাতিসত্তা ও আত্মপরিচয় নির্মাণ : একটি ঐতিহাসিক অনুসন্ধান ‘ বিষয়ের নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তার বক্তব্যে তিনি তুলে ধরেন বাঙালির ইতিহাস, ঐতিহ্যের ক্রমধারা, পরিবর্তন, পরিবর্ধনের মাধ্যমে ক্রমান্বয়ে বাংলার নিজ সত্তায় পরিচয় পাওয়া৷ প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলা সৃষ্টির ধারা উপস্থাপন। বঙ্গও বাংলা বললে বর্তমানে তারমধ্যে বাঙালী জাতির আত্মপরিচয় যে বাংলাতে তথা বাংলাদেশে ফুটে উঠেছে সর্বাধিক তিনি তার বক্তব্যে তা ফুটিয়ে তোলেন।
সেমিনারে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব সুরাইয়া আক্তার,বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. আব্দুল বাতেন চৌধুর, বিভাগের লেকচারার জনাব কবির হাসান, জনাব ইলিয়াস হোসাইন। উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর কায়সার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভিন রীমি সহ অন্য শিক্ষকবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এস.আই/