পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই – সৃজনশীলতায় ভিন্নতা এই স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের পড়লেখায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ভিন্নমাত্রা প্রকাশনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী শিক্ষা পরিবার ” শাহীন স্কুল এন্ড কলেজ ” এর উত্তরা ৫নম্বর সেক্টরের ৯/বি রোডে ২দিন ব্যাপি বইমেলার আয়োজন করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝে এক উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিশু সাহিত্যিক বাবু সুনীল শুভরায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিশুসাহিত্যিক ও কবি জেসমীন নূর প্রিয়াংকা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সালমা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ সুলতান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের পরম বন্ধু হলো- বই, বই এবং বই। তিনি মোবাইলের পিছনে সময় না দিয়ে বই পড়ার প্রতি গুরুত্ব দেন। কবি জেসমীন নূর প্রিয়াংকা বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই কারও অমঙ্গল ডেকে আনে না। বই কারও জীবনে ক্ষতি করে না।
ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আমরা শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং বই পড়া আন্দোলন হিসেবে স্কুল ভিত্তিক বইমেলার আয়োজন করছি। বইমেলা করে অভূতপূর্ব যে সাড়া পাচ্ছি যা আমাদেরকে আরও স্বপ্ন দেখায় সহায়ক ভূমিকা পালন করছে।
অধ্যক্ষ সালমা ফেরদৌস বলেন, ভিন্নমাত্রা প্রকাশনী যে আয়োজনটি করেছে যা শিক্ষার্থীদের অনেক দূর নিয়ে যাবে। অধ্যক্ষ সুলতান মাহমুদ স্বাগত বক্তব্য দিতে গিয়ে বলেন, আমাদের এই স্কুলে ভিন্নমাত্রা প্রকাশনীর আয়োজন দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তিনি সকল ছাত্র-ছাত্রীদের কম পক্ষে একটি করে বই কেনার ও নিয়মিত বই পড়ার তাগিদ দেন।