ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, জনতার বাধভাঙ্গা জোয়ারে আওয়ামী ফ্যাসিবাদের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। দমন-পীড়ন, হামলা-মামলা দিয়ে জনতার উত্তাল তরঙ্গ ঠেকানো যাবে না। বরং ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী সরকারের পতন আরও ত্বরান্বিত হবে।
নেতৃদ্বয় অবিলম্বে সংসদ ভেঙে জাতীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে দেশকে অনিবার্য সঙ্কটের হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। হতে দেয়া হবে না। রক্ত ও জীবনের বিনিময়ে মানুষ স্বাধীনতা ছিনিয়ে এনেছে। প্রয়োজনে আবার রক্ত দেবে তবু মানুষ ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে।
ডেঙ্গু ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ৭০ টিরও বেশি রাষ্ট্রে ডেঙ্গু হলেও বাংলাদেশে মৃত্যুহার অস্বাভাবিক। এর জন্য দায়ী স্বাস্থ্যখাতে সরকারের অব্যবস্থাপনা, লুটপাট ও দুর্নীতি। অপরদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চরম মূল্যবৃদ্ধির কারণও সরকারের সিন্ডিকেট। জনগণের পকেট কেটে সরকারের শীর্ষ মন্ত্রী-এমপি, আমলারা বিদেশে টাকা পাচারের মহোৎসবে মেতে ওঠেছে। ভোটারবিহীন এ দস্যু সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই।