বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উপলক্ষে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজের উপস্থিতিতে এই জার্সি উন্মোচন করা হয়।
এ সময় বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, এ টুর্নামেন্টকে কেবলই খেলা হিসেবে না দেখে আমাদের উচ্ছাস, তারুণ্য এবং আন্তরিকতার প্রকাশ হিসেবে দেখতে চাই। একইসাথে সবার সঙ্গে বন্ধুত্ব প্রকাশের মাধ্যম হবে এ টুর্নামেন্ট। তিনি আরও বলেন, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তারুণ্যের যে সম্ভাবনা রয়েছে তারও বিকাশ ঘটবে বলে আমি মনে করি।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সালমা জান্নাত ঊর্মি, প্রভাষক রমজান আলী, সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন ও তন্দ্রা মন্ডল। এছাড়াও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌন্দর্যপূর্ণ এই জার্সি স্পন্সর করেছে রাজশাহীর অনলাইন ভিত্তিক জার্সি প্রস্তুতকারি প্রতিষ্ঠান “জার্সি ক্যানভাস”।