আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অন্যতম সমস্যা দুর্নীতি-দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত গাজীপুর গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। গাজীপুরের ভোটাররা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে গাজীপুরবাসীকে দুর্নীতি দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত নগরী উপহার দেবো। মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো,ইনশাআল্লাহ।
আজ জুমআর নামাজের আগে ও পরে গাজীপুর সিটির বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে যাতে তাদের মতামত কেউ পাল্টে দিতে না পারে।
এস.আই/