ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের নব মনোনীত সভাপতি ইউসুফ পিয়াস কে দনিয়া কলেজ সাধারণ শিক্ষার্থীদের গণসংবর্ধনা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শনিআখড়া এক রেস্টুরেন্টে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ ইউসুফ পিয়াস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি মনোনীত হওয়ায় দনিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
এইচ এম সম্রাট হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদপুর আউটার সার্কুলার রোড জামে মসজিদের খতিব মুফতি রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক দনিয়া কলেজের শিক্ষার্থী রিদওয়ান খান রিয়াদ, কদমতলী থানা সভাপতি মাহমুদুল হাসান, যাত্রাবাড়ি থানা সহ-সভাপতি রহমতুল্লাহ, দনিয়া কলেজ ছাত্র আন্দোলনের আহ্বায়ক রায়হান চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদ সাফায়াত, ছাত্রদল সম্পাদক সজিব, ছাত্র অধিকার পরিষদ যাত্রাবাড়ি থানা সাধারণ সম্পাদক রনি, দনিয়া কলেজের শিক্ষার্থী তপন শেখ, সিয়াম সহ বিভিন্ন বিভাগ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান দনিয়া কলেজ সাবেক, বর্তমান ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।