চট্টগ্রাম প্রতিনিধি: তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, হালিশহর শাখার উদ্যোগে স্নিগ্ধ ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫।
সহকারী শাখা প্রধান মোহাম্মদ নেজাম উদ্দিনের সঞ্চালনায় ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ইসলামিক স্কলার ও বিশিষ্ট আলেমে দ্বীন,জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম এর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান মোহাম্মদ শোয়াইব। এসময় তিনি বলেন, “এ আয়োজন শুধু পুরস্কার প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।”
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনই মাদরাসা শিক্ষার মূল লক্ষ্য। আল্লাহর পথে চললে তোমরা দেশ ও সমাজের সম্পদে পরিণত হবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সৈয়দ মাহবুবুল হক,মাওলানা শাহ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদরাসা।
এতে আরো উপস্থিত ছিলেন আ. ন. মু. রাশেদুল ইসলাম সায়েম, সিনিয়র ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা,মাওলানা ফজলুল কাদের জাবেদ, প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ মাদরাসা, চট্টগ্রাম শাখা,এইচ. এম. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, চট্টগ্রাম শাখা,এইচ. এম. শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা, চট্টগ্রাম শাখা।
অনুষ্ঠানে চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার প্রধান, সহকারী প্রধান ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণার সঞ্চার করে।