শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৫ হিজরি | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৬

শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ রমজান, ১৪৪৫ হিজরি | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ১:৩৬

এ দেশকে ভারত অস্থিতিশীল করতে চক্রান্ত করছে: মুফতি ফয়জুল করীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ একটি প্রান্তিকতা অতিক্রম করছে। বিশ্ব রাজনীতির নানা ধরনের টানাপোড়ন, দেশে ভোটবিহীন সরকারের দীর্ঘ শাসন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও নাগরিক অস্থিরতার এই সময়ে ঘাদানিকের মিথ্যা তথ্যে পরিপূর্ণ এই শ্বেতপত্র বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
আজ ২৮ মে শনিবার, বিজয়নগরস্থ একটি রেস্তোরায় জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি হলো ইসলাম। ইসলামের ভিত্তি আমাদেরকে ভারতে একাকার হওয়া থেকে রক্ষা করে। আর উলামায়ে কেরাম ও মাদ্রাসা সমূহ নিরবিচ্ছিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনতার মাঝে ইসলাম বোধ জাগ্রত করেছে। ঘাদানিক সেই উলামাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি ভিত্তিকে দুর্বল করে দেয়া যায়। ‘ভারত দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে, আর যারা তাদের দালাল হয়ে এদেশে কাজ করছেন আমাদের তাদের চিহ্নিত করতে হবে। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে আলাদা একমাত্র রেখা হচ্ছে আলেম-ওলামা ও ইসলাম।’ প্রয়োজনে ফতোয়া বোর্ড গঠন করা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘যারা ভারতের দালাল হয়ে ইসলাম, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আলেম-ওলামাদের বিপক্ষে গিয়ে পক্ষপাতিত্ব করছেন, তাদের জানাজার নামাজ পড়ানো যাবে না এবং কোনো মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা যাবে না এই মর্মে ফতোয়া বোর্ড হওয়া উচিত।’
ইসলাম বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ‘আমরা যদি মরার জন্য ঐক্যবদ্ধ হই তাহলে কেউ মরবো না, কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না কিন্তু বেঁচে থাকার জন্য যদি বিচ্ছিন্নভাবে নিজে নিজে বেঁচে থাকতে চাই তাহলে কেউ বেঁচে থাকতে পারবো না। তাই আসুন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-ভূখন্ড, ঈমান ও ইসলামের স্বাধীনতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হই।’
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় আরো আলোচনা করেন, দেওনার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, এবিপার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, এন.ডি.এম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল লতিফ মাছুম, সাবেক সংসদ সদস্য ডা. আক্কাস আলী সরকার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওঃ মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মাওঃ আবদুল কাইয়ূম, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভ’ইয়া, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক গৌতম দাস ও দিদারুল ইসলাম, ইসলামিক কালচারাল ফোরামের মহাসচিব মাওলানা নাজমুল হক, মোস্তফা আনোয়ার খান, দেশ রক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সানোয়ার হোসেন, অনলাইন এক্টিভিষ্ট মাওলানা রুহুল আমীন সাদী, গণ অধিকার পরিষদ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, মুফতি শামছুদ্দোহা আশরাফী, মুফতি রেজাউল করীম আবরার, রশিদ আহমদ ফেরদাউস, সাঈদ আহমদ কলরব।
হেফাজত ইসলামের সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘ঈমান রক্ষায় জীবনের পরোয়া করি না। মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মধ্যে আদর্শিক ঐক্য হতে হবে। আলেম-ওলামা ও ইসলামের উপর কটাক্ষ করা হচ্ছে। তিনি বলেন, ‘আলেম ওলামারা আজ দুঃসময় পার করছেন। বিনা বিচারে তাদের অনেকে জেলখানায় বন্দি। তারা যাতে জেলখানা থেকে মুক্তি না পায় সে জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ দেশ, জাতি ও ইসলামের পক্ষে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র সোচ্চার ভূমিকা পালন করছেন আলেম ওলামারাই।’ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে এই নেতা বলেন, ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে যে কোনো শর্তে ক্ষমতায় যেতে চাই মর্মে হয়ত কেউ কেউ ব্ল্যাংক চেক দিয়ে রেখেছেন। ‘আমরা ঐক্য ধরে রাখতে পারিনি, ব্যর্থ হয়েছি। কুচক্রী মহলের প্ররোচনায় না পড়ে আমরা যদি সুন্দরভাবে সরকারের সঙ্গে সেদিন রফাদফা করতে পারতাম তাহলে আজকের এই নাস্তিক মহল আলেম-ওলামাদের নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তমূলক তালিকা তৈরি করতে পারত না।’ আর ধোঁকা খাইতে রাজী না, পরীক্ষিত নেতৃত্বে এই দেশে ইসলাম ও জাতির দুশমনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার পর থেকে গড়ে ওঠা অতীত ইসলামি আন্দোলনের সফলতা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন মিজানুর রহমান চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচ এম মাহমুদ হাসান-ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশবিরোধী সকল আধিপত্যবাদী শক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। দেশ স্বাধীন হয়েছে দিল্লির গোলামির জন্য নয়; মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের হাতেই আজ স্বাধীনতা ও দেশ বিপন্ন।

দিল্লির গোলামীর জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেনি-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ