সৌদি আরবে হজযাত্রীদের সেবার জন্য শত শত স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী তৈরি হচ্ছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য স্বেচ্ছাসেবা সেন্টারের তথ্য অনুসারে মোট পাঁচ শ’ স্বেচ্ছাসেবী হজযাত্রীদের সেবার জন্য নিয়োজিত থাকবেন।
মঙ্গলবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়, মক্কা, মদীনা, জেদ্দা ও তায়েফ এই চার স্থান থেকে এই স্বেচ্ছাসেবীরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী বিষয়ক কেন্দ্রের সাধারণ পরিচালক ডা: সাফার বিন সাদ বাট্টার বলেন, (সেবা) দানের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা হলেন নায়ক।
তিনি বলেন, স্বেচ্ছাসেবীদের এ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পবিত্র রমজান মাসে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা একটি চমৎকার প্রভাব রেখে গেছেন। ওই রমজানের সময় ১৫ লাখ লোক মক্কার পবিত্র মসজিদ জেয়ারতে যান।
স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীরা একটি প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। এ প্রশিক্ষণ কার্যক্রমটি সৌদি স্বাস্থ্য কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও এখানেই প্রশিক্ষণ দেয়া হয়।
দ্যা কাউন্সিল অব কো-অপারিটিভ হেলথ ইন্সুরেন্সের সাথে স্বেচ্ছাসেবীদের এ প্রকল্পের অংশীদারিত্ব আছে।
করোনা মহামারীর কারণে এ বছর মাত্র ৬০ হাজার ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারবেন। সূত্র: আরব নিউজ।