রাজধানীকে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগী। গত একদিনে ঢাকায় সর্বোচ্চ সংখ্যক ১০৪ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য পাওয়া গেছে।
হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২২ জন রোগী। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১৯ জন।
অন্যান্য বিভাগে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১ হাজার ১৪৯ জন রোগী।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন; যাদের মধ্যে এক জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন একটি সংবাদমাধ্যমের কর্মী।
শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫৯ জন রোগী ভর্তি রয়েছেন পুরান ঢাকার এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে। এছাড়াও ঢাকা শিশু হাসপাতালে ২৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২ জন, পিলখানার বিজিবি হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি রয়েছেন।