চট্টগ্রামে ভোলা জেলা মানবিক সেবা ফাউন্ডেশন ও চাক্তাই শ্রমিক কল্যাণ ইউনিয়নের যৌথ উদ্যোগে ভোলার ৫ দফা দাবির প্রেক্ষিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।৯ মে শুক্রবার নগরীর চাক্তাইর বিভিন্ন সড়কে এই বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতুর দ্রুত নির্মাণ, ইলিশা-মতিরহাট ফেরিঘাট চালু সহ ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন।
ভোলা জেলা মানবিক সেবা ফাউন্ডেশনের সভাপতি মো. রুবেল এর সঞ্চালনায় এবং চাক্তাই শ্রমিক কল্যান ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জনাব মো. শফিউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাক্তাই শ্রমিক কল্যাণ ইউনিয়নের সহ-সভাপতি শরিফ মাঝি,সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই,প্রচার সম্পাদক হারুন মাঝি, সমাজকল্যাণ সম্পাদক নবাব মাঝি।
এসময় তারা আরো বলেন,ভোলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। বিশেষ করে গ্যাস।ভোলার গ্যাস ভোলার মানুষ ব্যবহার করতে পারেনা। আমাদের গ্যাস চলে যায় ঢাকাতে।অথচ আমরা সেতু পাইনা।তাই দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা মানবিক সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, সহ-সভাপতি মোহাম্মদ জাফর, মোহাম্মদ হোসেন,পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন,সাগর, ইরানসহ অন্যরা।