৬ মাসেই কোরআনে হাফেজ হলেন নয় বছরের আফফান!
মাত্র ছয় মাসে পুরো কোরআন হেফজ করে তাক লাগিয়ে দিয়েছে আফফান মিয়া। নয় বছর বয়সী এই শিশুর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। আফফানের মাদরাসা সূত্রে জানা যায়, আট বছর বয়সী আফফান মিয়া ২০২১ সালে হোসেনপুরের আল জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদল এতিমখানা মাদরাসায় নূরানী শাখায় ভর্তি হয়। প্রথম তিন মাস নাজেরা শাখায় পড়ার পর হেফজ শুরু করে। শুরু … Read more