মহানবী সা.কে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য : আন্তর্জাতিক চাপে দিশাহারা বিজেপি নেতৃত্ব
ভারতের ভেতরে কী প্রতিক্রিয়া হলো তা নিয়ে কোনো হেলদোল নেই, মূলত বাইরের চাপেই দিশাহারা দেশটির ক্ষমতাসীমন দল বিজেপির নেতৃত্ব। মহানবী সা. নিয়ে নূপুর শর্মার বিদ্বেষপূর্ণ মন্তব্যের পরে দলের সব মুখপাত্রের মুখে লাগাম পরিয়েছে বিজেপি। ফরমান জারি হয়েছে, নেতা থেকে মুখপাত্র- সকলকেই টেলিভিশনের পর্দায় মুখ দেখানো বন্ধ করতে হবে। সেই নির্দেশ অবশ্য জানতেন না মিরাটের বিজেপি … Read more