বেরোবি প্রতিনিধি: বিদায়ী উপাচার্য কলিমউল্লাহ’র আলোচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ঢাকাস্থ লিয়াজো অফিস বন্ধ ঘোষণা করে ক্যাম্পাসে সার্বক্ষণিক থাকার প্রতিশ্রুতি ও সকল সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন সদ্য যোগদানকৃত উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
সোমবার সকাল সাড়ে দশটায় উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড সরিফা সালোয়া ডিনা, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড আর এম হাফিজুর রহমান সেলিম, প্রক্টর গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপাচার্য আরো বলেন, আমি শিক্ষার্থীদের সেশনজট কমানোর জন্য কাজ করব। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গুলো নেয়া সম্ভব হলে তা নেয়া হবে। তিনি আরো বলেন প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। পূর্বের ভিসির আমলে কারো যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৯ই জুন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ জারির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদকে ৪ বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।##