নাটোরে সিডিএম নামে এক ঢাকা কোচের সামনে পিছনে ‘বিজিবি’ লেখা স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের দত্তপাড়া বাজার এলাকায় এমন ঘটনা ঘটতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে একটি কোষ্টার সার্ভিস ও সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় সিডিএম লেখা যাত্রীবাহী এক ঢাকা কোচে ‘বিজিবি’ স্টিকার লেখা গাড়ীতে যাত্রী উঠতে দেখা যায়। দত্তপাড়া বাজারের ঐ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব-১১-১১৩১’। এ বিষয়ে জানতে গেলে গাড়ির চালক বা হেলপারকে পাওয়া যায়নি। আবার যাত্রীদের জিজ্ঞাসা করলে, তারাও সেখান থেকে সড়ে পরেন।
এ বিষয়ে দত্তপাড়ার স্থানীয় বাসিন্দা রফিক মন্ডল বলেন, গাড়িটির পেছনে ও সামনে ‘বিজিবি’ লেখা দিয়ে যাত্রী বহন করছে। যাত্রীদের মুখেও মাস্ক বা কোনও দূরত্ব ছিল না। এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক শামিম আহম্মেদ বলেন, চিহ্নিত দুটি স্থানেই নির্বাহী ম্যাজিস্ট্রেট গেছেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছেন।