রাজধানীর মগবাজার থেকে ওয়ারলেস গেট যাওয়ার পথের বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আজ সোমবার (২৮ জুন) তিনি ঘটনাস্থলে যান এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেছেন, নাশকতা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভবনটিতে মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
ওয়ারলেস গেটের আড়ংয়ের শো-রুমের বিপরীত দিকে ৭৯ নম্বর সার্কুলার রোডে অবস্থিত রাখী ভিলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে গতকাল (২৭ জুন) রাত ৭টার দিকে।
এতে করে মুহূর্তের মধ্যে এলাকাটি যেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত হয়। এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো- তা নিয়ে বিভিন্ন মন্তব্য উঠে এসেছে ফায়ার সার্ভিস, পুলিশসহ দায়িত্বশীলদের বিভিন্ন গ্রুপ থেকে। কেউ বলছেন, এসি বিস্ফোরণ কারণে এমনটা হয়েছে।
এছাড়া উঠে এসেছে- বোমা হামলা, গ্যাস লিকেজ, জেনারেটর কিংবা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কথাও। তবে বোমা হামলা কিংবা নাশকতার বিষয়টি নাকচ করা হয়েছে পুলিশেন পক্ষ থেকে।