মাহমুদ, নিজস্ব প্রতিবেদক:
ছাত্রলীগের সম্মেলন যতই ঘনিয়ে আসছে,গল্পের ডালপালা যেন ততই বিস্তৃত হচ্ছে,সকাল সন্ধ্যা পদ প্রত্যাশিদেোর দৌড়ঝাঁপে অতিষ্ঠ হয়ে ক্ষানিকটা বিরক্তিও প্রকাশ করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের।
এর মধ্যেই শো অফ রাজনীতির বাইরে গিয়ে আলোচনার দৌড়ে এগিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। নেত্রীর প্রতি আপোষহীন আনুগত্যের কারনে তৃণমূলের কাছে প্রথম পছন্দ সনজিত। খোঁজ নিয়ে জানা যায় কমিটি বাণিজ্য থেকে শুরু করে নানান গায়েবী আয়ে ছাত্র নেতাদের গাড়ী বাড়ী আর সম্পদের হিসাব বেড়ে চললেও,দীর্ঘ সময় ছাত্রলীগের প্রভাবশালী আর গুরুত্বপূর্ণ পদে থাকা সনজিত এর সম্বল এখনো কর্মীর বাইকের পিছনের সীট।
সরেজমিন সনজিত চন্দ্র দাস এর জন্মস্থান ময়মনসিংহের গৌরীপুরে গিয়ে দেখা যায় পৌর এলাকার কলাবাগানে একটি ভাড়া বাড়ীতে বসবাস করছেন সনজিত এর পরিবার।
সনজিত এর ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী উৎপল সরকার বলেন,সনজিৎ রা ছোটবেলা থেকে মেধা আর যোগ্যতা দিয়েই বেড়ে উঠেছে,সনজিত এর বাবা সুকুমার কাকার বড় ছেলে সুজিত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন এই আনন্দ শুধু সনজিত এর পরিবারের ছিলোনা এটা গৌরীপুরের সবার আনন্দ ছিলো,সেই সময়গুলোতে স্কুল কোচিংয়ে সুজিত এর গল্প বলে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেন শিক্ষক রা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ফাহাদ তানভীর নাঈম বলেন
তৃনমূল থেকে উঠে আসা সনজিত চন্দ্র দাস বিগত সময়গুলোতে প্রাকৃতিক, রাজনৈতিক দুই দূর্যোগেই সমানভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আমরা মনে করি জামায়াত বিএনপি সহ দেশবিরোধী সকল শক্তির বিরুদ্ধে আমাদের আগামীর যে সংগ্রাম সেই সংগ্রামেও সনজিত চন্দ্র দাসেই যোগ্য সেনাপতি।