ময়মনসিংহের গৌরীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসান মিয়া (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান মিয়া উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার রাজু মিয়ার ছেলে। সে নির্মাণ শ্রমিক ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় হাসান মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বয়রা বাজারে আসার পরই মারা যায়।
Comments