ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশের সমালোচনা করেছে ইসরাইলের মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত টমাস নিডস।
গত মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে ইসরাইলের উগ্রবাদী ডানপন্থী মন্ত্রী আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেন। যদিও এর একদিন পূর্বেই তিনি আল আকসা সফর স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন।
রাষ্ট্রদূত টমাস নিডস বলেন, “ইসরাইলের সরকারের সাথে আলোচনায় এটি খুব স্পষ্ট করে বলা হয়েছে যে জেরুজালেমের পবিত্র স্থানগুলিতে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। পবিত্র স্থানগুলির আইন লংঘন করে কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে না।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, “জেরুজালেমের পবিত্র স্থানগুলোর প্রতি স্থিতাবস্থা বজায় রাখার জন্য আমেরিকা দৃঢ়ভাবে অবস্থান করছে।”
বেন-গভিরের এই সফরের বিষয় ফিলিস্তিনিরা ব্যাপকভাবে নিন্দা জানিয়েছেন। তার এই সফরকে “অভূতপূর্ব উস্কানি” হিসেবে অভিহিত করেছেন তারা।
মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। অন্যদিকে, ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে মিথ্যা দাবি করে আসছে। সাধারণত তারা বলে থাকে প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। যদিও এর কোন প্রমাণ তারা দিতে পারেনি। সূত্র: মুসলিম মিরর
এন.এইচ/