জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চতুর্থ বর্ষের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থীরা। দাবি না মানলে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার ( ১লা ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করে ফেলে ফলাফল পেয়ে গেছে। এছাড়া করোনার মধ্যেও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের এ ব্যাপারে কোনো মাথাব্যথা আছে বলে মনে হচ্ছে না। সেশন জটের কারণে আমরা ৪১তম বিসিএসে আবেদন করতে পারিনি। এখন ৪৩তম বিসিএসের সার্কুলার হয়ে গেছে। কিন্তু আমাদের পরীক্ষা শেষ করার কোনো উদ্যোগ নেই। দ্রুত চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করতে হবে।
এর আগে স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছিলেন শিক্ষার্থীরা।
পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরীক্ষার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসলে লাগাতার প্রশাসনিক ভবন অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।