মসজিদে হারামের ইমাম ও খতিব, তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের অধ্যাপক ও সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড.বান্দার বালিলাহ এ বছর ১৪৪২ হিজরি মোতাবেক ২০২১ ইসায়ী সালে পবিত্র হজের খুতবা প্রদান করবেন।
মসজিদে হারামের এই ইমাম ও খতিবের পুরো নাম বানদার ইবনে আবদুল আজিজ ইবনে সিরাজ ইবনে আবদুল মালিক বালিলাহ। ১৩৯৫ হিজরির ৫ জুমাদাল উলা তিনি পবিত্র মক্কার এক সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন মক্কাতেই।
ছোটবেলায় পবিত্র কোরআন হিফজ করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে ১৪১৩ হিজরিতে মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৪১৭ হিজরিতে ইসলামি শরিয়ত ও গবেষণা অনুষদে শরিয়তের জ্ঞান অর্জন করেন।
শাইখ বান্দার বালিলাহ মক্কা উম্মুল ক্বুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (স্নাতকোত্তর) পাশ করেন এবং মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ফিকাহ (ইসলামি আইনশাস্ত্র) বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরু হয় ১৪৩১ হিজরিতে মসজিদে হারাম একাডেমিতে ফিকহের সহযোগী শিক্ষক হিসেবে। একই বছর তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ লাভ করেন।
১৪৩৩ হিজরিতে সৌদির ধর্মমন্ত্রীর পক্ষ থেকে সরকারি ইমাম ও খতিব হিসেবে নিয়োগ লাভ করেন। ১৪৩৪ হিজরিতে পবিত্র কাবার মসজিদে হারামে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। একই বছরের জিলহজের ৪ তারিখে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ লাভ করেন। ২০১৩ ইসায়ি মোতাবেক ১৪৩৪ হিজরিতে তিনি কাবা শরিফের ইমাম ও খতিব পদে নিয়োগপ্রাপ্ত হন। চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী শায়খ ড. বানদার বালিলাহর সুনাম রয়েছে। অসাধারণ চেহারা আর বাচনভঙ্গির দরুণ তিনি বেশ জনপ্রিয়।