আবাসিক হল খুলে দিয়ে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা গ্রহণের দাবিতে সোচ্চার হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই এ দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, করোনা বলে কোন কিছুই থেমে নেই। সবকিছুই স্বাভাবিক গতিতেই চলছে, শুধুমাত্র শিক্ষাখাত ছাড়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরা স্বাস্থ্যবিধি সম্পর্কে যথেষ্ট সচেতন। সুতরাং করোনার অজুহাতে এভাবে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখার কোন মানে হয় না। আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই, অন্ততপক্ষে পরীক্ষার্থীদের জন্য যেন খুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ মারজান বলেন, পরীক্ষা শুরুর আগে সকল হল খুলে দিতে হবে। চবিতে শুধু চট্টগ্রামের ছাত্ররা পড়ালেখা করে না। বাংলাদের অন্য জেলার ছাত্ররা পরীক্ষা দিতে এসে কোথায় থাকবে? সে চিন্তাও শিক্ষকদের করা উচিত। আশা করি চট্টগ্রামের বাহির থেকে আসা ছাত্রদের কথা চিন্তা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল খোলার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবেন।
তাওহীদুল করিম নামের এক শিক্ষার্থী বলেন, ‘হল খোলা ব্যতীত যেকোনো পরীক্ষার সিদ্ধান্ত অমানবিক। ‘হলে থাকলে করোনা ঝুঁকি থাকলে, মেসে কি আইসোলেশনের ব্যবস্থা আছে?’
এ বিষয়ে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান বলেন, অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সভায় উপস্থিত সবাই আবাসিক হল খোলার বিপক্ষে মত দিয়েছেন। যারা পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা নিজ দ্বায়িত্বে আবাসনের ব্যবস্থা করবে।