আর্দশবান যুবকরা সমাজের পট পরিবর্তন করতে পারবে; মুফতি মানসুর আহমদ সাকী
আল আমিন, ভোলা প্রতিনিধি; ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদেরকে ব্যাপকহারে ইসলামের পক্ষে দাওয়াত দিতে হবে। দেশের পট পরিবর্তনে যুবকরা বার বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এখনও জান-মালের বিনিময়ে প্রতিষ্ঠিত তাগুতকে দূর করতে হবে এবং সমাজের সর্বত্র পূর্নাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে যুবকরা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আজ ৩১জুলাই সোমবার,বিকাল ৩টায় ইসলামী … Read more