নামের সাথে আংশিক মিল থাকায় ডাকাতি মামলায় জেলে বিশ্ববিদ্যালয়ের পিয়ন
মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধিঃ নামের সাথে আংশিক মিল থাকায় ডাকাতি মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামির পরিবের্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিয়ন ফিরোজ আলম হাওলাদার জেল খাটছেন বলে তার পরিবার থেকে দাবি করা হয়েছে। তার মুক্তির দাবিতে শনিবার(৮জুলাই) সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী সুরাইয়া বেগম। সুরাইয়া বেগম লিখিত বক্তব্যে জানান, আমি সুরাইয়া বেগম,স্বামাীঃ মো.ফিরোজ আলম হাওলাদার,সাং-বৈশাখিয়া,থানাঃ … Read more