রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুষের অভিযান, ১৫ জনকে জরিমানা
মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপসায় র্যাব-৬ অভিযান চালিয়ে ১৫ জনকে একলাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। ১২ অক্টোবর রাত সাড়ে ০৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত র্যাব এ অভিযান চালায়। খুলনা ৬ র্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড … Read more