আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান বিভাগগুলোতে প্রতি বছর প্রায় ১৪০-১৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। কিন্তু প্রতিবছর পাস করে বের হয় মাত্র ৪০-৪৫ জন শিক্ষার্থী। এর পুরো দায় কি শিক্ষার্থীদের! বিভাগগুলোর শিক্ষক, চেয়ারম্যান, অনুষদের ডিন কি এ দায় এড়াতে পারেন? অবিলম্বে এসব সমস্যার সমাধান করে, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় অচল করে দিবো।
শিক্ষার্থীরা আরও বলেন, বিজ্ঞান অনুষদের এত শিক্ষার্থী রিএড নিতে হয় কেনো বা ফেলই বা করে কেনো? একটা তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট সবার সামনে প্রকাশ করতে হবে। যে দায়টা আসলে কার? শিক্ষকরা আমাদেরকে গরু ছাগল মনে করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রধান স্টকহোল্ডার। তাদের যেকোনো সুযোগ-সুবিধা সবার আগে দেখতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজ্ঞান অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোরসালিন অনুর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রসংসদের সাবেক ভিপি হোসাইন আহমেদ সোহান, কবি জসীমউদ্দিন হল ছাত্ররা সংসদের সাবেক ভিপি ফরহাদ আলীসহ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।