শুক্রবার | ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:৪২

শুক্রবার | ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ৪ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ১১:৪২

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জবিতে অনলাইনে পরীক্ষা, বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৭ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৩ পূর্বাহ্ণ

গত জুলাই থেকে করোনার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চালু রাখতে অনলাইনে ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। তবে অনলাইনে কোনও পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রশাসন থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকলেও , প্রশাসনের ওই নির্দেশনা না মেনেই মার্কেটিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মিডটার্মের রুটিন দিয়েছে ।

গত ২ জুলাই অনলাইনে ক্লাসের বিষয়ে উপাচর্যের সভাপত্বিতে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে ঐদিনই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর। ঐ বিজ্ঞপ্তিতে ৪ নং পয়েন্টে উল্লেখ করা হয়, মিডটার্ম বা কোনও পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে না। ঐ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় ক্যাম্পাস খোলার পর ৩ সপ্তাহ রিফ্রেশমেন্ট ক্লাস রাখা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা উপেক্ষা করে মার্কেটিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ দিয়েছে মিডটার্মের রুটিন। রুটিন অনুযায়ী মার্কেটিং বিভাগে ৬ জানুয়ারি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই পরীক্ষা।

অনলাইনে পরীক্ষা নেওয়ার শিক্ষকদের এমন উপর্যুপরি সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। দুর্বল নেট স্পিড, ডিভাইসের অভাবে যেখানে অনলাইন ক্লাসেই অংশ তারা নিতে পারছেন না, সেখানে পরীক্ষা কীভাবে সম্ভব- এই প্রশ্ন অনেকেরই। এছাড়াও গ্রামে থাকায় অনেকে সংগ্রহ করতে পারেননি প্রয়োজনীয় বই ও নোট। মিডটার্মের ২০ মার্ক যোগ হয় সেমিস্টার ফাইনালের ৭০ মার্কের সাথে। এছাড়াও অনলাইন ক্লাসও বুঝতে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। সবমিলিয়ে অনলাইনে মিড পরীক্ষা নিয়ে এমন হটকারী সিদ্ধান্ত তাদের রেজাল্টেও প্রভাব ফেলবে মনে করছেন শিক্ষার্থীরা। যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য হুমকির বলে মনে করছেন তারা।

এ বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. দিলারা ইসলাম শরীফ বলেন, ‘আমরা রুটিন দিলেও পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করছে না। তাই তারা যেন পড়াশোনার বিষয়ে সতর্ক হয় তাই রুটিনটা দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত সেমিস্টার ফাইনালগুলো নেওয়া হচ্ছে। সেই প্রেক্ষিতেই আমরা রুটিনটা দিয়েছি। যদি সুযোগ হয় আমরা কিছুদিন পিছিয়ে হলেও পরীক্ষা নিতে পারবো।’

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ রফিকুল ইসলাম বলেন, ‘এটা কন্টিনিউয়াস এসেসমেন্টরে পার্ট। এটা এভাবেই নেওয়া হবে যেন শিক্ষার্থীদের কোনও ধরনের সমস্যা না হয়। এটারই অংশ হিসেবে কুইজ নেওয়া হবে। শিক্ষার্থীদের ভালোর জন্যই আমরা একাডেমিক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি। কন্টিনিউয়াস এসেসমেন্ট মিডটার্মের পার্ট তবে মিডের মতো পরীক্ষার হলে লিখিত পরীক্ষা না।’

তাহলে মিডের যে ২০ মার্ক ফাইনালে যুক্ত হয়, সেই মার্কের সাথে কোনও সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০ মার্কই হবে, তবে লিখিত পরীক্ষার ফরমেটে না। আমরা এটার মাধ্যমে এই ২০ মার্ক যোগ করে দেব। শিক্ষার্থীদের কিছু এক্সাম না নিয়ে রাখলে তারা পড়ার ক্ষেত্রে মোটিভেশন পায় না।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আক্তারুজ্জামান কিছু বলতে পারেননি। তিনি রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করতে বলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামানের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন কেটে দেন।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘অনলাইনে কেউ পরীক্ষা নিচ্ছে না, যাদের চাপ হয়ে গেছে তারা স্বশরীরে এসে পরীক্ষা দেবে। অনলাইনে শুধু অ্যাসাইনমেন্ট নেওয়া যাবে। যারা পরীক্ষা নেবে তাদের বিভাগীয় প্রধানদের তোমরা জিজ্ঞেস করো, কীভাবে পরীক্ষা নেবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মার্চপাস্ট ও জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১০ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৩৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৭ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৩ পূর্বাহ্ণ