অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ ও মোহাম্মদ শরীফুল ইসলাম।
রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা।
তিনি বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চাকরিচ্যুত সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে আদালত চাকরিতে যোগদান করার অনুমতি প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী সিন্ডিকেট তাকে চাকরিতে যোগদানের অনুমতি দিয়েছে। তবে অনুপ কুমারের ব্যাপারে আদালতে একরকম তথ্য আর বিশ্ববিদ্যালয়ের কাছে অন্যরকম তথ্য থাকায় এ বিষয়ে তদন্ত করার জন্য প্রোভিসিকে (শিক্ষা) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগ ওঠা ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে পুনরায় চাকরিতে যোগদানের অনুমতি দেয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আরেক চাকরিচ্যুত সহকারী অধ্যাপক অনুপ কুমার সাহাকে আবার বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।
শারমিন জাহানের বিষয়ে মাকসুদ কামাল বলেন, শারমিন জাহানের মামলা আদালতে চলছে। তার বিষয়ে গঠিত তদন্ত কমিটি তাকে চাকরিতে যোগদান করার অনুমতি দেয়ার জন্য প্রশাসনকে বলেছে। তাই সিন্ডিকেট তাকে আদালতের অনুমতি বা নিষ্পত্তি সাপেক্ষে চাকরিতে যোগদানের অনুমতি দিয়েছে।