ডেঙ্গু জ্বরের ৪র্থ দিন থেকে ৬ষ্ট দিনকে ডেঞ্জার সময় বলা হয়। ৪র্থ দিনের পর ১০% রোগীর ডেঙ্গু ভাইরাসের কারণে রক্তনালী সমূহ ড্যামেজ হয়ে শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়ে কিংবা প্লাজমা লিক হয়ে রোগীর মাল্টিপল অর্গান ফেইলুর হতে পারে। হঠাৎ করে কিডনি ড্যামেজ হয়ে ৩-৪ দিনের মধ্যে মৃত্যুও হতে পারে। হার্ট ফেইলুর হতে পারে।ব্রেইন ড্যামেজ হতে পারে।
বুঝার উপায় কি:
* বমির সাথে রক্ত যেতে পারে
* কালো বর্ণের পায়খানা হতে পারে।
* নাক দিয়ে কিংবা থুথুর সাথে রক্ত যেতে পারে
* শরীরের চামড়ার নিছে লাল লাল র্যাশ দেখা দিতে পারে
* ব্লাড প্রেশার কমে গিয়ে ৯০/৫০- ৮০/৫০ এইরকম হয়ে যেতে পারে
* সিস্টোলিক প্রেশার ১২০ এর পরিবর্তে ১০০ এর নিছে নেমে যাবে।
কলরব এর শিল্পী প্রিয় মাহফুজ ভাই এর ডেঙ্গু হয়েছিলো। সেখান থেকে কিডনি ড্যামেজ হয়েছে এবং কোনকিছু বুঝে ওঠার আগেই খুব অল্প সময়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
করণীয়:
* ডেঙ্গুতে জ্বর হবার ৪র্থ দিন, ৫ম দিন ও ৬ষ্ট দিন এই ৩ দিন প্রতিদিন রক্তের CBC পরীক্ষা করান।
*একজন ডাক্তার এর শরণাপন্ন হন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
* প্রতি দিন সকাল, বিকাল, রাত প্রেশার চেক করুন।
প্রেশার কমে যাচ্ছে দেখেলেই হাসপাতালে ভর্তি হয়ে যান, কিংবা ডাক্তারের শরানপন্ন হন।
লেখক:
ডা. ইসমাইল আজহারি
চিকিৎসক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ
চিপ ইন-চার্জ
টেলিমেডিসিন টিম, জাতীয় হেল্পফোর্স