বর্তমান করোনাকালীন সময় সবচেয়ে বেশি সমস্যায় দিনাতিপাত করছেন এদেশের শ্রমজীবি মেহনতী মানুষ। শ্রমিকগণ তাদের পরিবার পরিজন নিয়ে সুধুই যে মানবেতর জীবনযাপন করছেন তাই নয় । অনেক শ্রমিক পরিবার চালাতে গিয়ে বড় ধরনের ঋণগ্রস্তও হয়ে পড়েছেন। তাই শ্রমিক বান্ধব জাতীয় বাজেট সময়ের একান্ত দাবি। জাতীয় বাজেটে (২০২১-২২) শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি না হলে জাতীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে।
গতকাল সোমবার (৩১মে’২১) ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, বাজেট শুধু বড় আকারে প্রণয়ন করলেই হবে না। দেশের সামর্থ্য অনুযায়ী যুক্তিক বাজেট প্রণয়ন করতে হবে।
দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ আজ অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শ্রমিকদের কথা বিবেচনায় রেখে জাতীয় বাজেট প্রণয়ন করা বাঞ্ছনীয় । শ্রমিকদের স্বার্থের বিষয়টি বাজেটে গুরুত্ব দিতে ব্যর্থ হলে জাতীয় অর্থনীতি যে মারাত্মকভাবে মুখ থুবরে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
বিবৃতিতে তারা ছাত্র সমাজের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষার জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান। এর সাথে গতকালের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য সারা দেশের শ্রমিক সমাজের প্রতি আহ্বান জানান।