পরীক্ষা আরম্ভের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে সংহতি প্রকাশ করেছে ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের পরীক্ষার্থী শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনের বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি। কিন্তু হল বন্ধ রেখে যে পরীক্ষা পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থী মানে না। কারণ দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়া থাকার কোন নিরাপদ আবাসন ব্যবস্থা নেই।
তারা বলেন, এসব শিক্ষার্থীদের থাকার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। পরীক্ষার্থী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে।