সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি ২১০০ একর আয়তন নিয়ে বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত। ক্যাম্পাসের হলগুলোতে শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা
না থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ শহরে বসবাস করেন। শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের প্রধান মাধ্যম হলো বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। দেশের একমাত্র ক্যাম্পাস হিসেবে নিজস্ব শাটল ট্রেন থাকাটা চবির শিক্ষার্থীদের জন্য গৌরবের। কিন্তু, এই গৌরবের বিষয় নিয়েই
বিড়ম্বনায় শিক্ষার্থীরা। ট্রেনের বগি সংখ্যা যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। বসার সবগুলো সিট পূরণ হয়ে যায়। এমনকী দাঁড়ানোর মতো জায়গাও থাকে না। শাটল ট্রেনে দাঁড়ানোর জন্যও গাদাগাদি করতে হয়। তার ওপর আবার ট্রেনের ফ্যানগুলো সব নষ্ট। গরম আর
গাদাগাদিতে অতিষ্ঠ শিক্ষার্থীরা। শাটলের বগিতে একাধিকবার শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটেছে। বগিতে সিট না পেয়ে বা গাদাগাদিতে দাঁড়াতে না পেরে অনেকে ছাদে উঠে বসেন। ছাদে ভ্রমণ করায় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এত কিছুর পরেও বিশ্ববিদ্যালয়
প্রশাসনের এবিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নাই। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে শাটল ট্রেনের শিডিউল ও বগি বৃদ্ধির ব্যাপার এখন সময়ের দাবী।