মুহাম্মাদ ফরহাদ মোল্লা খুলনা প্রতিনিধি খুলনার রূপসা – বাগেরহাট সড়কের রুপসা উপজেলার তালিমপুর জামে মসজিদের নিকটে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা । পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়ে দুর্বৃত্তদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত
রেখেছে । ভুক্তভোগী সূত্রে জানা গেছে রামপাল উপজেলার ফয়লারহাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লার বাসটি (খুলনা- ব – ৯১৭) খুলনা – মঙ্গলা মহাসড়কে যাত্রী আনা নেওয়া করে । আজ রবিবার বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠান শেষে রাত সাড়ে সাতটার দিকে যাত্রী নামিয়ে ড্রাইভার
অমিত কুমার দাস পার্শ্ববর্তী টি স্টলে চা খেতে যায় । মুহূর্তের মধ্যে বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করলেও সম্পূর্ণ বাসটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ড্রাইভার জানান , বাসটিতে অগ্নিকাণ্ড করে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে । রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি ।